Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকদ্রব্য জব্দের তথ্য গোপন, ৬ পুলিশ বরখাস্ত


৭ মার্চ ২০১৮ ১৪:১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের দুই সাব ইন্সপেক্টরসহ ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যের একটি চালান আত্মসাতের অভিযোগ উঠার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার রাতে ওই ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এরা হলেন, কসবা থানার সাব ইন্সপেক্টর শ্যামল মজুমদার ও মনির হোসেন, এ,এস,আই ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাসেম।

পুলিশের সূত্র জানায়, মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে ২টি প্রাইভেটকার মাদকসহ উদ্ধার করে তারা। এতে গাঁজাসহ বিভিন্ন মাদক ছিল। মাদকের চালানে অনিয়মের অভিযোগে উঠে ওই ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে। পরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্র জানিয়েছে, ঘটনাটি ব্রাহ্মনবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন তদন্ত করছেন। সরকারি দায়িত্ব অবহেলাসহ প্রশাসনিক কারণে তাদের বরখাস্ত করা হয়।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর