Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ দলের নেতা শেখ হাসিনা, তার নির্দেশনা বাস্তবায়নই লক্ষ্য: আমু


৮ জুলাই ২০২০ ২০:৩৭

ঢাকা: ১৪ দলের যাত্রা যার নেতৃত্বে শুরু, সেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেই ১৪ দলের নেতা বলে অভিহিত করেছেন আমির হোসেন আমু। তাই শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নই ১৪ দলের লক্ষ্য বলে মন্তব্য করেছেন এই রাজনৈতিক জোটের নতুন সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পাওয়া এই আওয়ামী লীগ নেতা।

বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নে ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এসব কথা বলেন।

এর আগে, এদিনই এক প্রেস ব্রিফিংয়ে আমুকে ১৪ দলের দায়িত্বে নিযুক্ত করার বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর ফলে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সেই দায়িত্ব পেলেন আমু।

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রেস বিফ্রিং থেকে জানতে পারলাম, আমাকে ১৪ দলের সমন্বয়ক হিসেবে আওয়ামী লীগ থেকে ঠিক করা হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, ১৪ দল যখন প্রথম গঠিত হয়, তখন থেকেই আমি এর সঙ্গে যুক্ত ছিলাম। স্বৈরাচারবিরোধী ও খালেদাবিরোধী প্রতিটি আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম। আজ সেই পুরোন জায়গায় আবার নতুন করে যুক্ত হওয়ার ‍সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

আমু বলেন, ১৪ দল প্রধানমন্ত্রীর নেতৃত্বেই গঠিন হয়েছিল। বাস্তবিক অর্থে তিনিই (প্রধানমন্ত্রী) আমাদের ১৪ দলের চেয়ারপারসন এবং ১৪ দলের নেতা। তার (প্রধানমন্ত্রীর) রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কর্মসূচিগুলো বিভিন্ন সময় ১৪ দলের হয়ে বাস্তবায়ন করেছি। যৌথ কর্মসূচি যেগুলো দিয়েছেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সবগুলো বাস্তবায়ন করেছি। সামনেও করব।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতিতে করণীয় তুলে ধরে আমির হোসেন আমু বলেন, আজ করোনা মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, সব নির্দেশনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে করোনামুক্ত হওয়া সম্ভব। তাই ১৪ দলের নেতাকর্মী যে যেখানে আছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করেন এবং এদিকে বিশেষ দৃষ্টি দেন, আমি সবার প্রতি সে আহ্বান জানাচ্ছি। পরবর্তী সময়ে ১৪ দলের নেতাদের সঙ্গে আলাপ করে অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং আমরা একসঙ্গে কাজ করব।

এসময় তার দায়িত্ব নেওয়ার আগে ১৪ দলের মুখপাত্রের দায়িত্বে থাকা প্রয়াত মোহাম্মদ নাসিমকে স্মরণ করে আমু বলেন, আমাদের ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেব ১৪ দলকে সচল রেখেছিলেন। তাকে হারিয়ে ১৪ দলের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পূরণের চেষ্টা আমি করব।

ফাইল ছবি

১৪ দল ১৪ দলের মুখপাত্র ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর