Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবিবার থেকে খুলে যাচ্ছে হাফিজিয়া মাদ্রাসা


৯ জুলাই ২০২০ ০১:৫৬

ঢাকা: দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের মধ্যেই আগামী রবিবার থেকে হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে।

বুধবার (৮ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞপনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার কার্যক্রম বন্ধ রাখা হয়।

হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবিচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা জানিয়ে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের কাছে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে ফোরামের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে শুধু হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই ২০২০ রবিবার থেকে চালু করার অনুমতি দেওয়া হলো।

এসব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানায় কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে।

করোনা খুলে দেয়া মাদ্রাসা হিফজখানা