কাতারের আটকে পড়া ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা
৯ জুলাই ২০২০ ১২:২৮
ঢাকা: কোভিড-১৯-এর কারণে কাতারের রাজধানী দোহায় আটকে পড়া ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
তিনি জানান, দোহায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দোহা থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।