আইভরি কোস্টের প্রধানমন্ত্রী’র মৃত্যু
৯ জুলাই ২০২০ ১২:৪৩
মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে অসুস্থ হয়ে পড়লে, হাসপাতালে নেওয়ার পর আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গোন কুলিবালি’র মৃত্যু হয়েছে। খবর বিবিসি।
এর আগে, ফ্রান্সে দুই মাস ধরে হার্টের চিকিৎসার পর সদ্যই দেশে ফিরিছিলেন তিনি।
এদিকে, গোন কুলিবালির মৃত্যুতে পুরো দেশ শোকগ্রস্ত বলে জানিয়েছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে উয়েতারা।
পাশাপাশি, অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন পার্টির প্রার্থী মনোনীত হয়েছিলেন ৬১ বছর বয়সী কুলিবালি। তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন না, উয়েতারা এমনটি জানানোর পরই তাকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করেছিল ক্ষমতাসীন দল।
এখন, কুলিবালি’র মৃত্যুতে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালে গোন কুলিবালির হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। চলতি বছরের ২ মে চিকিৎসার জন্য প্যারিস গিয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার দেশ ফিরেছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থীর জেতার সম্ভাবনা ছিল তাদের অন্যতম ছিলেন তিনি।