টিকাটুলিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
৯ জুলাই ২০২০ ১৭:০১
ঢাকা: রাজধানীর টিকাটুলিতে নির্মানাধীন ভবন থেকে পড়ে মিজানুর (১৭) নামে এক শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মিজানুরের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরটিট্টা গ্রামে। তার বাবার নাম রফিক মুন্সি। সে টিকাটুলির নির্মানাধীন ওই ভবনেই থাকতো।
নিহতের বড় ভাই মো. মাসুদ জানান, তারা একসঙ্গে রাজমিস্ত্রীর কাজ করে। মিজান হেল্পারের কাজ করতো। টিকাটুলির আর কে মিশন রোডের জার্মান টাওয়ারের পাশে নির্মানাধীন একটি ১১তলা ভবনের ছাদে কাজ করছিল তারা। বৃষ্টির কারণে তারা পাশাপাশি দুটি ভবনের ছাদের ফাঁকা জায়গায় ত্রিপল টানিয়ে সকাল থেকে কাজ করছিল। ঘটনার সময় বাশের ওপর দাঁড়িয়ে ত্রিপল খুলার সময় পিছলে নিচে পরে গুরুতর আহত হয় মিজান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা একটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।