ফেসবুকে মাদক ও যৌন উত্তেজক উপকরণ বিক্রি, ৩ জন কারাগারে
৯ জুলাই ২০২০ ১৭:৩৪
ঢাকা: ফেসবুকে পেজ খুলে মাদকদ্রব্য ও যৌন উত্তেজক উপকরণ বিক্রির অভিযোগের মামলায় তিনজনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের রিমান্ড শেষে আসামিদের আদালত হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন মো. হেলালউদ্দিন (৪৯), মো. আলতাফ মৃধা (২৩) ও মো. ফাহিম (২২)।
গত ৭ জুলাই ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের একদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।
এর আগে, গত সোমবার বিকেলে গুলশান–২ থেকে তাদের গ্রেফতার করে করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ওই সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মুঠোফোন, ৫ হাজার ৪০টি ইয়াবা বড়ি, প্রায় ৫ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ যৌন উত্তেজক জেল এবং ১৬ ধরনের ব্যবহার নিষিদ্ধ অ্যাডাল্ট মালামাল উদ্ধার করা হয়।
ওই ঘটনায় এ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় মামলা করা হয়।