ডাচ-বাংলা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
৯ জুলাই ২০২০ ১৯:০৮
ঢাকা: ভার্চুয়াল প্লাটফর্মে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে গতকাল বুধবার (৮ জুলাই) সকালে এই সভা হয়।
বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে শেয়ারহোল্ডারদেরকে শুভেচ্ছা জানান। বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। সভায় শেয়ারহোল্ডারদেরকে ২০১৯ সালের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড (১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড) দেওয়ার অনুমোদন দেওয়া হয়।
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০১৯ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানা বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯০,৩৬২.০ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৩৪৬,৪৬৮.৮ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৪৩,৮৯৩.৩ মিলিয়ন টাকা বা ১২.৭%।
সভায় আবেদুর রশীদ খান এবং ট্যাং ইয়েন হা আদা’র পুনঃনিয়োগ অনুমোদন এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে ইকরামুল হক এবং মো. সেলিমেরর নিয়োগ অনুমোদন করেন ব্যাংকের পরিচালক সায়েম আহমেদ।