চট্টগ্রামে দিনে ৫০ কোটি লিটার পানি সরবরাহ করবে ওয়াসা
৯ জুলাই ২০২০ ১৯:৩৯
চট্টগ্রাম ব্যুরো: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে পানি সরবরাহের পরিমাণ দৈনিক আরও ১৪ কোটি লিটার বাড়ছে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফজলুল্লাহ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য দিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে রাঙ্গুনিয়ায় শেখ হাসিনা পানি শোধনাগার-২ চালু হবে। তখন ওয়াসার পানির উৎপাদন আরও ১৪ কোটি লিটার বাড়বে। ডিসেম্বর থেকে আমরা চট্টগ্রামে দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহ করতে পারবো। এর ফলে পানির চাহিদাও শতভাগ পূরণ হবে।’
‘২০০৯ সালে চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ছিল মাত্র ১৩ কোটি লিটার। নগরবাসী পানি পেত সপ্তাহে মাত্র দুইদিন। পানির দাবিতে নগরবাসীকে রাস্তায় আন্দোলন করতে হতো। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাঙ্গুনিয়ায় শেখ হাসিনা পানি শোধনাগার ও মদুনাঘাটে শেখ রাসেল পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করেছে। এখন চট্টগ্রামে দিনে ৩৬ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে। এটা আমরা এই বছরের মধ্যেই ৫০ কোটি লিটারে নিয়ে যাচ্ছি’, বলেন এমডি ফজলুল্লাহ।
পানি সরবরাহের জন্য ২০২২ সালের মধ্যে ৭০০ কিলোমিটার নতুন পাইপ লাইন স্থাপনের তথ্য দিয়ে তিনি বলেন, ‘৭০০ কিলোমিটার নতুন পাইপ লাইন স্থাপনের কাজ চলমান আছে। পরবর্তী ধাপে আরও ১২০০ কিলোমিটার পাইপ লাইন সংযোজন করা হবে। এর মাধ্যমে সম্পূর্ণ নতুন লাইনে যুক্ত হবে পুরো নগরী। তখন ২৪ ঘণ্টাই নিরবিচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানি পাওয়া যাবে। বিদ্যমান পাইপ লাইন অনেক পুরনো। পানি সরবরাহে অনেক সমস্যা হয়। নতুন পাইপ লাইন স্থাপন শেষে পানি সরবরাহ এবং ব্যবহারে নতুন মাত্রা যোগ হবে।’
ফজলুল্লাহ বলেন, ‘১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠা হলেও চট্টগ্রামে স্যুয়ারেজ ব্যবস্থা ছিল না। দীর্ঘদিন পর চট্টগ্রামবাসীর এ দাবিও পূরণ হওয়ার পথে। আগামী কিছুদিনের মধ্যে স্যুয়ারেজ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম নগরী পুরোপুরি পরিকল্পিত স্যানিটেশনের আওতায় আসবে। নিরাপদ পানির উৎস হালদা ও কর্ণফুলী নদী দূষণমুক্ত থাকবে।’
নগরীর শেরশাহ এলাকায় হাউজিং প্রকল্পে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন কুমার মল্লিক। সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াসার বোর্ড সদস্য সাংবাদিক মহসীন কাজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) তাহেরা ফেরদৌস বেগম, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, সচিব শারমিন আলম, প্রকল্প পরিচালক প্রকৌশলী আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ্য সাংবাদিক শামসুল হক হায়দরী ও সোসাইটির সদস্য সুখময় চক্রবর্তী।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায়’ সাংবাদিক হাউজিং সোসাইটিতে পাইপ লাইন ও রিজার্ভার স্থাপন করা হচ্ছে।