Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে চোর সন্দেহে ২ যুবককে গণপিটুনি


৯ জুলাই ২০২০ ২২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চোর সন্দেহে দুই যুবককে ধরে পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ফেনীর একজন পৌর মেয়রের বাসায় চুরি করতে ঢুকেছিলেন। বিক্ষুব্ধ জনতার হাত থেকে পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাহাড়তলী থানার বৌবাজার আমতল এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কার্তিক রঞ্জন শীল সারাবাংলাকে জানান, সন্ধ্যার দিকে বৌবাজার আমতল এলাকার একটি ভবন থেকে দুই যুবককে ধরে আনে স্থানীয় লোকজন। তারা ফেনীর একজন পৌর মেয়রের বাসায় চুরি করতে ঢুকেছিল বলে জানায় লোকজন। এ সময় সেখানে আরও লোক জড়ো হয়। সবাই মিলে দুজনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিজ্ঞাপন

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক সারাবাংলাকে বলেন, ‘ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফার বাসার তালা ভেঙে ভেতরে ঢুকেছিল দুই যুবক। এ সময় বাসায় কেউ ছিল না। কিন্তু প্রতিবেশিরা টের পেয়ে তাদের কৌশলে আটকে ফেলে। পরে উত্তেজিত জনতা পিটুনি দেয়। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

দুই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

চট্টগ্রাম চোর সন্দেহে পিটুনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর