Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকের প্রতারণা: ১৬ নাইজেরিয়ানসহ ১৮ জন কারাগারে


১০ জুলাই ২০২০ ০৯:১৩

ঢাকা: ফেসবুকে পরিচিত হয়ে উপহার পাঠানোর নামে প্রতারণা করার অভিযোগের মামলায় ১৬ নাইজেরিয়ান ও দুই বাংলাদেশি প্রতারককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) একদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপুল চন্দ্র দে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

কারাগারে যাওয়া ১৬ নাইজেরিয়ান হলেন— চিরনউইয়ি ওয়েমা, এগিনা চুকবেজুকু, চিমাওবি আত্তাহ গ্যাব্রিয়েল, কেনেচুকুবু স্নালি, ওকেকে সেলেস্টাইন আবুচি, উয়েগবো স্যামুয়েল একেনে, উফোচুকবু তচুকবু উচিবেন্না, ওয়োমবো হেনরি এজিকে, চেবোয়োর নওয়ানেত ভিক্টর ও আনুরুকা গিনিকা ফ্রান্সিস।

দুই বাংলাদেশি হলেন— মো. ইমরান হোসেন ও হারুন অর রশিদ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর ফেসবুকের মাধ্যমে উপহার দেওয়া নামের প্রতারণা করে  বিপুল পরিমাণে অর্থ হাতিয়া নেয়। আসামিদের গ্রেফতারের সময় সাত লাখ টাকা, ২৩টি মোবাইল ফোন, ১৫টি পাসপোর্ট ও বিপুল পরিমাণ টি-শার্ট ও জিন্স প্যান্ট উদ্ধার করা হয়।

ওই ঘটনায় তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

১৬ নাইজেরিয়ান কারাগারে ফেসবুকে প্রতারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর