Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালেও চলছে ডা. কে জামান চক্ষু হাসপাতালের কার্যক্রম


১০ জুলাই ২০২০ ১২:৫০

ময়মনসিংহ: করোনা পরিস্থিতিতেও থেমে নেই ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম। স্বাভাবিকের তুলনায় রোগীর সংখ্যা খানিকটা কম হলেও করোনাকালে স্বাস্থ্য সুরক্ষা মেনে দৃষ্টি সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের সমন্বয়কারী শরীফুজ্জামান পরাগ জানান, ‘শহরের আশেপাশের এলাকা থেকেই এখন রোগীরা আসছেন। করোনার কারণে দূরের রোগীরা আসতে পারছে না। ফলে রোগীর সংখ্যাও কমেছে। তবে আমাদের সেবা কার্যক্রম আগের মতোই চলছে।’

বিজ্ঞাপন

করোনা সংক্রমণ এড়াতে হাসপাতালে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে শরীফুজ্জামান পরাগ বলেন, ‘চিকিৎসক ও নার্সদের জন্য পিপিই, মাস্ক, গ্লাভস ও প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়েছে। রোগীদের সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, ময়মনসিংহ শহরের ধোপাখলায় ১৯৮২ সাল থেকে চালু হয়েছে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। খ্যাতিমান চক্ষু চিকিৎসক ডা. কে জামান ছিলেন প্রতিষ্ঠাকালীন পরিচালক। তার নামেই হাসপাতালের নামকরণ হয়।

ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর