দুই ভুয়া চিকিৎসক গ্রেফতার, জেল-জরিমানা
১০ জুলাই ২০২০ ১৩:৪১
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) – ৮ এর একটি দল। বৃহস্পতিবার (৯ জুলাই) তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন ধানী উপজেলার সাফার হাজী আ: রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিকের ভুয়া চিকিৎসক আমির হোসেন ও মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মাহিমা ক্লিনিকের ভুয়া চিকিৎসক মোস্তফা কামাল।
আমির হোসেন নোয়াখালী জেলার শাহাজাদপুর উপজেলার আবুল খায়ের মিয়ার ছেলে এবং মোস্তফা কামাল মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আমির হোসেনের ছেলে। মোস্তাফা একজন মাছ বিক্রেতা।
অভিযানে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, ভুয়া চিকিৎসক আমির হোসেনকে ৬ মাসের কারাদণ্ড এবং মোস্তফা কামালকে ৩ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পৌর শহরের বহেরাতলা এলাকার সৌদি প্রবাসী হাসপাতালে অভিযান চালানো হলে সেখানকার ভুয়া চিকিৎসক মো. জিয়াকে পাওয়া যায়নি। তাই প্রতিষ্ঠানটির পরিচালক মনির হেসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।