Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিভিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করোনা আক্রান্ত


১০ জুলাই ২০২০ ১৬:১২

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেনাইন আনিয়েজ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ান।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক টুইটার বার্তায় আনিয়েজ নিজেই এ খবর জানিয়েছেন।

ওই টুইটার বার্তায় জেনাইন আনিয়েজ জানিয়েছেন, কোভিড-১৯ ধরা পড়েছে। এখনও ঠিক আছি। আইসোলেশনে থেকেই কাজ চালিয়ে যাবো। সবাই মিলেই আমরা এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।

এদিকে, আনিয়েজের পাশাপাশি বৃহস্পতিবার ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল সোশালিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা দিয়োসদাদো কাবেলোও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এর আগে, দক্ষিণ আমেরিকার আরেক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

পাশাপাশি, বলিভিয়ার অন্তবর্তী সরকার স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সাত সদস্যের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। দেশটিতে সেপ্টেম্বরের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। চলতি বছরের মে মাসে এ নির্বাচন করার পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়।

কোভিড-১৯ জেনাইন আনিয়েজ নভেল করোনাভাইরাস বলিভিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর