Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে অনলাইন ক্লাসে উপস্থিতির হার ৮০ শতাংশ


১০ জুলাই ২০২০ ১৮:১৫

অনলাইন ক্লাস শুরু করেই সাড়া পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রথম দিন ৬০ থেকে ৮০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে অনলাইন প্ল্যাটফর্ম জুম ব্যবহার করে অনুষ্ঠিত অনলাইন ক্লাসে। প্রস্তুতিমূল ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে সংশ্লিষ্টরা মনে করছেন, পুরোদমে অনলাইন ক্লাস শুরু হলে আরও সাড়া পাবেন।

মার্চ থেকে বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) ফের ক্লাস শুরু হলো রাবি’তে, তবে সেটা ভার্চুয়াল পদ্ধতিতে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক বলেন, আমাদের অনুষদের ১২টি বিভাগের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ইংরেজি বিভাগ আজ প্রস্তুতিমূলক ভাবে অনলাইনে ক্লাস নিয়েছেন বলে জেনেছি। বাকি ১০টি বিভাগে ক্লাস হয়েছে কি না, সেটা এ পর্যন্ত আমাকে জানানো হয়নি।

তিনি বলেন, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেওয়া হয়েছে। প্রথম দিনের ক্লাসে ৮০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। আমরা একাডেমিক কমিটির মিটিং ডেকেছি ক্লাস রুটিন তৈরি করার জন্য। আশা করি রোববারের মাঝে রুটিন  তৈরি হবে। এরপর সোমবার থেকে রুটিন অনুযায়ী প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে।

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ বলেন, আমাদের অনুষদে প্রায় প্রতিটি বিভাগে অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু হয়েছে। কয়েকটি বিভাগে কিছুদিন আগে থেকেই ক্লাস চলছিল। শিক্ষকরা অনেকে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিডিউল ঠিক করে ক্লাস নিয়েছেন।

কৃষি অনুষদের ডিন অধ্যাপক সালেহা জেসমিন বলেন, আমাদের অনুষদের চারটি বিভাগের মধ্যে তিনটি বিভাগে অনলাইন ক্লাস শুরু হয়েছে। ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলোজি বিভাগে হয়েছে কি না, সে বিষয়ে আমি এ পর্যন্ত জানি না। আজকের ক্লাসগুলোতে ৬০ শতাংশের মতো শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জেনেছি।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ৯ জুলাই থেকে প্রায় সব বিভাগে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। বিভিন্ন সমস্যার কারণে কিছু বিভাগ হয়তো ক্লাস নিতে পারেনি। দুয়েকদিনের মধ্যে সব বিভাগে অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। প্রথম দিনের ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল বলে আমরা জানতে পেরেছি।

এর আগে, বুধবার (৮ জুলাই) বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল সভায় অনলাইনে ক্লাস আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকেই পরীক্ষামূলকভাবে সব বিভাগকে অনলাইন ক্লাস আয়োজন করতে বলা হয়।

অনলাইন ক্লাস প্রস্তুতিমূলক ক্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর