Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় একদিনে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত


১০ জুলাই ২০২০ ২০:০১

নওগাঁ: জেলায় নতুন করে আরও ৩৯ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২৬ জনে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ৬ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, নিয়ামতপুর উপজেলায় ৭ জন, সাপাহার উপজেলায় ৪ জন এবং পোরশা উপজেলায় ১ জন।

এদিকে মহাদেবপুর উপজেলায় নতুন করে করোনাভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ১০৪ জনকে হোমে কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ১০ জন, মান্দা উপজেলায় ১ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ২৬ জন এবং পোরশা উপজেলায় ৫ জন।

এই সময়ে মোট ছাড়পত্র দেওয়া হয়েছে ৯২ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৭২৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৫৫ জন।

করোনাভাইরাস শনাক্ত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর