শ্যামলী থেকে ২০০ প্যাকেট ইয়াবাসহ আটক ২
১১ জুলাই ২০২০ ১২:৫৩
ঢাকা: রাজধানীর শ্যামলী থেকে ২০০ প্যাকেট (১১ হাজার পিস) ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শ্যামলী স্কয়ার থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে শনিবার (১১ জুলাই) সকালে র্যাব-২ এর তরফ থেকে মেজর আরেফীন সারাবাংলাকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান কুমিল্লা থেকে ঢাকার হেমায়েতপুরের উদ্দেশে আসছে এমন একটি খবর পান তারা। শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক দেড়টার দিকে শ্যামলীতে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে একটি সিএনজিকে থামার সংকেত দিতেই তিন আরোহী নেমে দৌড় দেয়।
তখন তাদেরকে ধাওয়া করে র্যাব। দুইজনকে আটক করা গেলেও অপর একজন পালিয়ে যায়। পরে তাদের কাছে থাকা দুইব্যাগে ২০০ প্যাকেটে মোট ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা।
র্যাবের হাতে আটক মোহাম্মদ হৃদয় হোসেন ও মোহাম্মদ আনাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা কুমিল্লা জেলার অধিবাসী এবং দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। পালিয়ে যাওয়া ব্যাক্তির নাম হেলাল উদ্দিন।
তাদের তিন জনের বিরুদ্ধেই আদাবর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলে র্যাবসূত্রে জানা গেছে।