Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩০ মৃত্যু, শনাক্ত ২৬৮৬ জন


১১ জুলাই ২০২০ ১৫:০৮

ঢাকা: গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৩০৫ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ২ হাজার ৬৮৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৮১ হাজার ১২৯ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ।

এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

করোনাভাইরাস বিস্তার রোধে লকডাউনের পাশাপাশি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দফায় দফায় ছুটি বাড়িয়ে নেওয়া হয় ৩১ মে পর্যন্ত।

এখন সীমিত পরিসরে স্বাস্থবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস চলছে। তবে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সুবিধা দিতে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চালু রেখেছে।

করোনা পরীক্ষা করোনা শনাক্ত কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর