Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোয়াংছড়িতে সেনা টহল‌কে লক্ষ্য ক‌রে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত


১১ জুলাই ২০২০ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌তে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে এক নারী মারা গে‌ছেন। একই ঘটনায় আহত হ‌য়ে‌ছে তার শিশু সন্তান। ‌নিহত নারীর নাম শা‌ন্তি লতা তঞ্চঙ্গ্যা (২৮)। তিনি অংগ্যাপাড়ার রাঙ্গা‌নিয়ার স্ত্রী। আহত কো‌য়েল তঞ্চঙ্গ্যা (৪) তা‌দের সন্তান। শুক্রবার (১০জুলাই) সন্ধ্যায় রোয়াংছ‌ড়ির অংগ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, বান্দরবানের রোয়াংছড়ির অংগ্যাপাড়া এলাকায় জেএসএস (মূল) এর সন্ত্রাসীদের হামলার খবর পে‌য়ে বিকাল ৫টার দি‌কে সেনাবাহিনীর তিনটি দল ‌টহল দেয়। সেনাবাহিনীর উপ‌স্থি‌তির খবর জান‌তে পেরে একদল সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের পশ্চিম দিক থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। সশস্ত্র সন্ত্রাসীদের ধর‌তে সেনাবাহিনী সেখা‌নে গে‌লে ঘটনাস্থ‌ল থে‌কে এক মহিলা এবং ৪ বছরের একটি শিশুকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে সেনা এ্যাম্বুলেন্সে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পথে নারীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়‌দের ম‌তে, রোয়াংছ‌ড়ির অংগ্যাপাড়া এলাকা‌টি দূর্গম ও পাহাড়ের গহীন এলাকায় হওয়ায় সন্ত্রাসীরা প্রায়ই সেখা‌নে আত্মগোপন করে থা‌কে। তা‌দের ধারণা, সম্প্র‌তি (৭ জুলাই) বাঘমারা এলাকায় ৬ জন হত্যা ও ৩ জন আহত হওয়ার ঘটনার সঙ্গেও তারা জড়িত। বর্তমানে অংগ্যাপাড়া এলাকায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ তৌ‌হিদ ক‌বির ব‌লেন, ‘সন্ত্রাসীদের গু‌লি‌তে একজন নারী মারা গে‌ছেন এবং এক শিশু আহত হ‌য়ে‌ছে। সন্ত্রাসীদের আটক করার চেষ্টা করছে পুলিশ।’

বান্দরবান রোয়াংছড়ি সেনাবাহিনীর গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর