Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশেই পর্যাপ্ত রয়েছে, কোরবানিতে পশু আমদানি করা হবে না’


১১ জুলাই ২০২০ ১৬:২৯ | আপডেট: ১১ জুলাই ২০২০ ১৮:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, এবার ভারত কিংবা অন্যকোনো দেশ থেকে কোরবানির পশু আমদানি করা হবে না। আমাদের দেশেই পর্যাপ্ত পশু রয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল পশুর হাট’ উদ্বোধন সংক্রান্ত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আমাদের দেশে পর্যাপ্ত পশু রয়েছে কোরবানির জন্য। কাজেই বাইরের দেশ থেকে কোরবানির পশু আনার কোনো প্রয়োজন নেই। গতবারও আমরা দেশের বাইরে থেকে কোন পশু আমদানি করিনি। এবারও করতে হবে না।’

এবার অনলাইন হতে পারে কোরবানির পশু কেনার অন্যতম মাধ্যম উল্লেখ করে তিনি মন্ত্রী বলেন, ‘অনলাইনে কোরবানির পশুর হাটের কারণে একদিকে যেমন করোনার ঝুঁকি এড়ানো যায়। অন্যদিকে হাটে গিয়ে পশু কেনার ঝামেলাও হ্রাস পাবে। সেই সঙ্গে কোরবানির পশুটি স্বাস্থ্যসম্মত আছে কিনা সেটির সার্টিফিকেটও অনলাইনে পাওয়া যাবে। যা হাটে পাওয়া অনেকাংশে কঠিন হবে। তাই আমি নিজেও অনলাইনে পশু কেনার উদ্যোগ নিয়েছি।’

বিজ্ঞাপন

কোরবানি পশু আমদানি প্রাণিসম্পদ ভারত মৎস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর