এবার ঈদে হিলির আকর্ষণ ১৫ লক্ষ টাকার ‘বিন লাদেন’
১১ জুলাই ২০২০ ১৭:০০
হিলি (দিনাজপুর): দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির হাকিমপুর উপজেলায় কোরবানি পশুর হাটে ১১’শ কেজি ওজনের একটি উঠেছে বিক্রির জন্য। গরুর উচ্চতা ৫ ফুট ৩০ ইঞ্চি এবং লম্বায় ১১ ফুট ৬ ইঞ্চি। এই গরুর নাম দেয়া হয়েছে ‘বিন লাদেন’ এবং দাম ১৫ লক্ষ টাকা হাঁকানো হয়েছে বলে জানান গরু খামারি মাহফুজার রহমান বাবু।
মাহফুজার রহমান বাবু বলেন, ‘শখ ছিল কোরবানি ঈদ উপলক্ষে বড় একটি গরু পালন করবো। চার বছর আগে স্থানীয় প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় খামারের একটি গরুর গর্ভে নেওয়া হয় ব্রাহমা জাতের বীজ। গাভী জন্মানোর পর থেকেই সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাবার দিয়ে পালন করেছি। সাদা-কালো বর্ণের ব্রাহমা জাতের বিন লাদেনের উচ্চতা ৫ ফুট ৩০ ইঞ্চি, লম্বায় ১১ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ১১’শ কেজির ওপরে। এই গরুর পেছনে আমার খরচ হয়েছে ৩ থেকে ৪ লক্ষ টাকা। বিক্রির জন্য দাম রেখেছি ১৫ লক্ষ টাকা। ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে গরুর নাম দিয়েছি বিন লাদেন।’
তিনি আরও জানান, যিনি এই গরু কিনবেন তাকে একটি দেশীয় জাতের ষাঁড় বিনামূল্যে দেবেন। তবে এখন পর্যন্ত ক্রেতার সাড়া না পাওয়ায় হতাশ তিনি।
হাকিমপুর প্রাণী সম্পদ অফিসের পশুচিকিৎসক সার্জন রতন কুমার বলেন, ‘গরুটি ওজনে অনেক বেশি হওয়ায় স্থানীয়ভাবে বিক্রি না গেলেও ঢাকায় এ ধরনের গরু বিক্রি হয়। আমরা চেষ্টা করছি ঢাকার ক্রেতার সঙ্গে যোগাযোগের মাধ্যমে গরুটি বিক্রি করতে, যাতে আমাদের খামারি কাঙ্খিত দাম পায়।’