করোনার ঝুঁকি রোধে পরামর্শক কমিটির আরও ৩ সুপারিশ
১১ জুলাই ২০২০ ১৬:৩৯
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় আরও তিনটি পরামর্শ দিয়েছে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শুক্রবার (১০ জুলাই) কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম অনলাইন সভায় এসব সুপারিশের প্রস্তাবনা গ্রহণ করা হয়।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা ও সদস্য সচিব অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট আটটি সুপারিশের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরামর্শ কমিটির সদস্যসহ অনেকেই হাইফ্লো ন্যাজাল ক্যানুলা বিভিন্ন হাসপাতালে প্রদান করেছেন। ব্যক্তি উদ্যোগে ৫০টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে দেওয়া হয়েছে। আরও ১০০টি স্থাপন করা হবে। জাতীয় পরামর্শক কমিটি তাদের সকলকে সাধুবাদ জানান। সরকারিভাবে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ক্রয় প্রক্রিয়াধীন। এমতাবস্থায় জাতীয় কারিগরি জাতীয় পরামর্শ কমিটির পক্ষ থেকে পরামর্শ থাকবে যেন উক্ত ক্রয় প্রক্রিয়ায় সঠিক মাননিয়ন্ত্রণ ও সঠিক মূল্যে ক্রয় নিশ্চিত করা হয়।
কোভিড-১৯ রোগীদের হয়রানি কমিয়ে আনার সুপারিশ জানিয়ে বিজ্ঞপ্তিতেবলা হয়, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে খালি শয্যার তথ্য স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রতিদিন দেওয়া এবং নির্দিষ্ট হাসপাতালের সামনে ডিসপ্লে করার পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও আন্তঃহাসপাতাল নেটওয়ার্কিংয়ে একটি হাসপাতাল অপর হাসপাতালের খালি শয্যার তথ্য পাওয়ার ব্যবস্থা করা প্রয়োজন যাতে করে রোগীদের সঠিক হাসপাতালে প্রেরণ করতে পারে।
ভ্যাকসিন বিষয়ে পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রস্তুতের বিষয়টিকে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি স্বাগত জানায়। তবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুতের ক্ষেত্রে কমিটির পরামর্শ থাকবে যে, ভ্যাকসিন প্রস্তুত অথবা আবিষ্কার অবশ্যই সরকার, বিএমআরসি ও ঔষধ প্রশাসনের অনুমোদনক্রমে এবং ভ্যাকসিন প্রস্তুতিতে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে করতে হবে।
এদিন জাতীয় করিগরি পরামর্শক কমিটি আটটি বিষয়ে পরামর্শ দিয়েছে। এর মধ্যে কোভিড-১৯ হটস্পটে পশুর হাট না বসানোসহ বেশ কিছু সুপারিশ রয়েছে। এছাড়া কিটের সংকটরোধে আরটি পিসিআর নমুনা পরীক্ষার কিট এক প্রতিষ্ঠান থেকে সরবরাহের পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরবরাহ, একই ধরণের টেস্টিং কিটের পরিবর্তে অধিকতর ও সুলভ মূল্যের টেস্টিং কিট যোগাড় করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।