Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেফতার


১১ জুলাই ২০২০ ১৭:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে গৃহবধূ ধর্ষণ মামলার দুই পলাতক আসামি মোঃ সালাম গাজী (৪৫) ও মোঃ সাইফুদ্দিন কাজী (৩১) কে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মোঃ সালাম গাজী দাউদখালী নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী ও  মৃত আক্তার গাজীর ছেলে। মোঃ সাইফুদ্দিন কাজী দাউদখালী (ডিগ্রী) ফাজিল মাদরাসার নাইটগার্ড ও মান্নান কাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধুকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল দুই আসামি। গৃহবধূ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ২৭ মে প্রতিবন্ধী স্বামী ও দুই শিশু সস্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে স্থানীয়রা আসলে সালাম গাজী ও সাইফুদ্দিন কাজী পালিয়ে যায়। ১ জুন আবারও ওই নারী এই দুই আসামীর দ্বারা ধর্ষণের শিকার হন। ৭ জুন বাদী হয়ে মাঠবাড়িয়া থানায় মামলা করেন ওই নারী। মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিরা মামলার বাদী এবং তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছে।

বিজ্ঞাপন

ধর্ষণ মামলার আসামি পিরোজপুর মঠবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর