Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর হাতিয়ায় ব্যবসায়ী হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার


১১ জুলাই ২০২০ ১৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ব্যবসায়ী ফরিদ উদ্দিন (৪০) হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুর ২টায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মাহবুবুল ইসলাম রিদন (৩৮), আবুল কালাম (৫৪), কামাল উদ্দিন (৫০) ও আবুল বাশার (৩৭)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নে অভিযান চালিয়ে মাহবুবুল ইসলাম রিদন ও আবুল কালাম, মাল উদ্দিন ও আবুল বাশারকে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে এ হত্যা মামলায় আরও ১ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নিহত ফরিদ উদ্দিন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ২৬ মে মাহবুবুল ইসলাম রিদন তার ঘরে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফরিদ উদ্দিনকে।

নোয়াখালী ব্যবসায়ী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর