Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি উপাচার্য শিরিণ আখতার করোনায় আক্রান্ত


১১ জুলাই ২০২০ ২২:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তার পরিবারের আরও চার জন সদস্যের শরীরেও করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। উপাচার্যসহ করোনায় আক্রান্ত সবাইকে ক্যাম্পাসে বাসভবনে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

রেজিস্ট্রার মনিরুল বলেন, ‘উপাচার্যের পরিবারের সাত সদস্যের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত রিপোর্ট এসেছে। তবে সবার শারীরিক অবস্থা এখনো ভালো আছে।’

আমরাও সতর্ক আছি। শারীরিক অবস্থা অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ল্যাবে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা চলছে। করোনার বিস্তার ঠেকাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে লকডাউন করা হয়েছে।

আক্রান্ত উপাচার্য করোনা ভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর