খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার কালাডেবা এলাকায় এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছাত্রদল নেতা কালাডেবা এলাকার আলী নেওয়াজের ছেলে মো. ফারুক।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান ফারুক কালাডেবা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আনুমানিক রাত ১১টায় অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক রাত আড়াই সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় মামলা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তদন্ত করে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও খুনিদের গ্রেফতারের জোর দাবি জানান।