Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে মাস্ক পরলেন ডোনাল্ড ট্রাম্প


১২ জুলাই ২০২০ ১৪:৫৯ | আপডেট: ১২ জুলাই ২০২০ ২০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ফেস মাস্ক পরলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্টকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেল।

শনিবার (১১ জুলাই) রাজধানী ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে আহত সেনা ও স্বাস্থ্য সুরক্ষা কর্মীদের সঙ্গে সাক্ষাতের আগে মাস্ক পরেন ট্রাম্প। হোয়াইট হাউজ ছাড়ার আগে তিনি বলেন, আমি কখনই মাস্কের বিরোধিতা করিনি। কিন্তু আমি বিশ্বাস করি মাস্ক পরার সঠিক জায়গা ও সময় আছে।

তবে এর আগে নানা সময় করোনা পরিস্থিতি মাস্ক না পরার সিদ্ধান্ত জোর গলায় জানিয়েছিলেন তিনি। ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন মাস্ক পরায় তার ব্যঙ্গও করেন ট্রাম্প।

বিজ্ঞাপন

শনিবার মাস্ক ইস্যুতে ট্রাম্পের সুর নরম হয়। তিনি বলেন, আমি মনে করি যখন আমরা কোনো হাসপাতালে, বিশেষ করে যখন অনেক লোকের সামনে কথা বলব, তখন মাস্ক পরা একটি দারুণ ব্যাপার।

প্রেসিডেন্ট ট্রাম্প এমন একদিন মাস্ক বিষয়ে তার অবস্থান বদলালেন যেদিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণের রেকর্ড শনাক্তের ঘটনা ঘটেছে। শনিবার দেশটিতে ৬৬ হাজার ৫২৮ জনের শরীরের করোনা শনাক্ত হয়।

করোনা করোনাভাইরাস ডোনাল্ড ট্রাম্প মাস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর