৪০ দিনে ভার্চুয়াল আদালতে ৫৪ হাজার ৬৭৭ জনের জামিন
১২ জুলাই ২০২০ ১৬:০১
ঢাকা: সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালতে ৪০ কার্যদিবসে ৫৪ হাজার ৬৭৭ জনের জামিন মঞ্জুর হয়েছে।
রোববার (১২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
গত ১১ মে থেকে সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর ৯ জুলাই পর্যন্ত মোট ৪০ কার্য দিবসে ১ লাখ ৭ হাজার ৩৭টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এরমধ্যে ৫৪ হাজার ৬৭৭ জনকে জামিন প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬৫১ শিশুরও জামিন হয়েছে।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে একাধিক ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। তারপর থেকে ভার্চুয়াল আদালতের মাধ্যমেই বিচার কাজ চলছে।