চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পাহাড় কাটার সময় হাতেনাতে একজনকে আটক করে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাহাড় কাটার নির্দেশদাতাকে পরিবেশ অধিদফতরে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় ম্যানোলা পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালায় পরিবেশ অধিদফতরের টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডিত জহির উদ্দিন (২৩) সাতকানিয়া উপজেলার খায়ের আহম্মদের ছেলে। তিনি ম্যানোলা পাহাড়ের একাংশে মালিকানায় থাকা নগরীর লালখান বাজার এলাকার মো. নুরুল আজিমের কর্মচারী।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী সারাবাংলাকে জানান, নুরুল আজিম পাহাড় কাটায় মূল অভিযুক্ত। তার নির্দেশে পাহাড় কেটে সীমানা দেওয়াল তৈরি করা হচ্ছিল। তাকে হাতেনাতে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নুরুল আজিমকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ে পাহাড় কাটার অভিযোগের ওপর শুনানিতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।