কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি
১২ জুলাই ২০২০ ১৮:৫৯
কুড়িগ্রাম: অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৯ উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ৩৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বন্যাকবলিত এলাকার কাঁচাপাকা সড়ক তলিয়ে থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
নিচু এলাকার মানুষজন ঘর-বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানায়, ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৩০ সেন্টিমিটার ও তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্লাবিত হয়ে পড়েছে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চলসহ চরাঞ্চলগুলো। প্রথম দফা বন্যার পানি নেমে যেতে না যেতেই আবারো বন্যা কবলিত হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে পানিবন্দি মানুষজনের।
এদিকে জরুরি বৈঠক করে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যখন যেখানে যা প্রয়োজন হবে তাই করা হবে।