Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি অবস্থার মধ্যেও শ্রীলঙ্কায় দাঙ্গা চলছে


৭ মার্চ ২০১৮ ১৬:৫৮

সারাবাংলা ডেস্ক

মধ্য শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে জরুরি অবস্থার মধ্যেই চলছে দাঙ্গা। আজ বুধবার দেশটির পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানায়, ক্যান্ডির উপকণ্ঠে ম্যানিখিন্নায় জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার রাতে আবার শুরু হয় দাঙ্গা।
এ অবস্থায় দেশটিতে ভ্রমণে সতর্কতা জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

শ্রীলঙ্কার ক্যান্ডিতে চলমান বৌদ্ধ-মুসলিম দাঙ্গা ঠেকাতে দেশজুড়ে জারি করা ১০ দিনের জরুরি অবস্থার মধ্যেই আবারও দাঙ্গাকারীরা মাঠে নামে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। দেশটির এ অবস্থায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করেছে।

দাঙ্গার আশঙ্কায় ক্যান্ডির সব স্কুল আজ বন্ধ রাখা হয়েছে। শহরে মোতায়েন করা হয়েছে ভারি অস্ত্রসহ পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতের দাঙ্গায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। সাত দাঙ্গাকারীকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রীলঙ্কায় থাকা নিজ দেশের নাগরিকদের সজাগ থাকতে পরামর্শ দিয়েছেন।
সোমবার শুরু হওয়া এ দাঙ্গায় ১৫০টির বেশি বাড়ি, দোকান ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। দুজন নিহত হয়েছে।

আরও পড়ুন-

শ্রীলঙ্কায় বৌদ্ধ-মুসলিম সংঘর্ষ : জরুরি অবস্থা জারি

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর