Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্চবিশপ মজেস কস্তা’র জীবনাবসান


১৩ জুলাই ২০২০ ১০:৪৪ | আপডেট: ১৩ জুলাই ২০২০ ১৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু আর্চবিশপ মজেস কস্তার জীবনাবসান হয়েছে। অসাম্প্রদায়িক চিন্তার অধিকারী হিসেবে সমধিক পরিচিত এই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৩ জুলাই) সকাল নয়টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এ ব্যাপারে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ সারাবাংলাকে জানান, মস্তিষ্কের রক্তক্ষরণে আর্চবিশপের মৃত্যু হয়েছে। চারদিন আগে দুইদফায় স্ট্রোক হয় তার। আর্চবিশপকে সমাহিত করার বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

৬৯ বছর বয়সী মজেস কস্তা চট্টগ্রাম মেট্রোপলিটন আচর্ডায়োসিসের আর্চবিশপ ছিলেন। চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় রাণী জপমালা গির্জায় আর্চবিশপ হাউজে তিনি থাকতেন।

বিজ্ঞাপন

এদিকে, রাণী জপমালা গির্জার ফাদার লেনার্ড রিবারু সারাবাংলাকে জানান, মজেস কস্তার জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিভাগে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু ছিলেন।

প্রসঙ্গত, খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব হলেও তিনি চট্টগ্রামের সব ধর্মের, সব শ্রেণীপেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। উদার, মানবিক মানুষ হিসেবে রাজনৈতিক দল নির্বিশেষে সবাই তাকে সমীহ করতেন।

বড়দিনসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে পাথরঘাটা গির্জায় সকল ধর্মের মানুষ এবং বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের সম্মিলনের আয়োজন করতেন আর্চবিশপ। চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা, চিকিৎসাসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও নিজেকে জড়িত রেখেছিলেন।

আর্চবিশপ মজেস এম কস্তা ঢাকা স্কয়ার হাসপাতাল মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর