ভার্চুয়ালি বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে: প্রধান বিচারপতি
১৩ জুলাই ২০২০ ১৩:৪৯
ঢাকা: ভার্চুয়ালি বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে এমন মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, এ ব্যবস্থা কার্যকর হলে সপ্তাহে ৫ দিনই আপিল বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলবে।
সোমবার (১৩ জুলাই) দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মত ভার্চুয়ালি আপিল বিভাগে মামলার শুনানি শুরু হয়।
এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। এটি সফল হলে সপ্তাহে পাঁচ কার্যদিবসেই আপিল বিভাগ বসবে। এ সময় ভার্চুয়ালি আপিল বিভাগের এই বসাকে নিয়মিত আদালতের অংশ বলে মত দেন আপিল বিভাগের অন্য বিচারপতিরা।’
প্রধান বিচারপতি ছাড়াও আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি বিচারিক কাজে অংশ নেন। তারা হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মো. নুরুজ্জামান।
এ ছাড়া আপিল বিভাগের ভার্চুয়াল বিচারকাজে অংশ নেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনসহ মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে শুরু হলো আপিল বিভাগের ভার্চুয়াল আদালতের বিচারিক কাজ। এ লক্ষ্যে আপিল বিভাগের মামলার কার্য তালিকায় ২০টি মামলা তালিকাভুক্ত করা হয়।
এর আগে, রোববার সকালে এ বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে সপ্তাহে দুই দিন বিচার কাজ পরিচালনার কথা জানানো হয়।
গত ১৩ মার্চ থেকে সুপ্রিমকোর্টে ছুটি শুরু হয়। এরপর করোনার কারণে ২৬ মার্চ থেকে সারাদেশের সব আদালতে ছুটি ঘোষণা করা হয়। এ কারণে বিগত চার মাস ধরে বন্ধ ছিল আপিল বিভাগের বিচার কাজ।
এরপর ১১ মে থেকে ভার্চুয়ালি অধস্তন আদালতসহ হাইকোর্টের কয়েকটি বেঞ্চে জরুরি মামলার শুনানি শুরু হয়। এরপর চেম্বার আদালতে বিচার শুরু হয়। সর্বশেষ আপিল বিভাগের দরজাও খুলে গেল।
আপিল বিভাগ উচ্চ আদালত প্রধান বিচারপতি ভার্চুয়াল আদালত মাহমুদ হোসেন