Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুকনো মরিচ বহনের মধ্য দিয়ে ঢাকা-দিল্লি পার্সেল ট্রেন সেবা চালু


১৩ জুলাই ২০২০ ১৫:৩৯ | আপডেট: ১৩ জুলাই ২০২০ ১৬:৪৪

ঢাকা: বাণিজ্যে করোনাভাইরাসের প্রভাব প্রতিরোধ করতে বাংলাদেশ-ভারত পার্সেল ট্রেন সেবা চালু করেছে। যার প্রথম চালানে ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী একটি ট্রেন বাংলাদেশের বেনাপোলে এসে পৌঁছেছে।

সোমবার (১৩ জুলাই) ঢাকার ভারতীয় মিশন থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম পার্সেল ট্রেনটি বাংলাদেশের বেনাপোলে এসে পৌঁছেছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রায় ৩৮৪ টন বিশেষ পার্সেল ট্রেন পাঠিয়েছে।’

‘রেলপথে পরিবহণ ব্যয় সড়ক পরিবহণের তুলনায় সাশ্রয়ী’ উল্লেখ করে বার্তায় বলা হয়, ‘বিশেষ পার্সেল এক্সপ্রেসটি (এসপিই) ভারতের গুন্টুরের রেড্ডিপালেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ১ হাজার ৩৭২ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে।’

বার্তায় আরও বলা হয়, ‘২০২০ সালের মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধি নিষেধের কারণে দু’দেশের মধ্যে পরিবহণ পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে তার প্রভাব পড়ে। এ কারণে ভারতীয় হাই কমিশন সরবরাহ শৃঙ্খলার এই বিঘ্ন হ্রাস করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ তাতে সম্মতি জানানোর পরে প্রথম পার্সেল ট্রেন সেবার জন্য পণ্য একত্রিত করা হয়।’

ট্রেন ভারত শুকনো মরিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর