Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামি গ্রেফতার


১৩ জুলাই ২০২০ ১৫:৫৫ | আপডেট: ১৩ জুলাই ২০২০ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাসার (৫৫)কে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১০ এর একটি দল রাতে অভিযান চালিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে আবুল বাসারকে গ্রেফতার করে।

সোমবার (১৩ জুলাই) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

গত বৃহস্পতিবার ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেককে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করে নৌ পুলিশ। তার আগে গ্রেফতার হন ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালাম।

গত ২৯ জুন রাজধানীর সদরঘাটে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে আসা মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লঞ্চ ডুবির ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টার, স্টাফসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়।

আবুল বাসার টপ নিউজ বুড়িগঙ্গা ময়ূর-২ লঞ্চ মাস্টার লঞ্চডুবি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর