Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর বেগমগঞ্জে ৩০ মেট্রিক টন সরকারি গম জব্দ, আটক ১


১৩ জুলাই ২০২০ ১৬:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী:  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল মালেকের গুদামের ট্রাক থেকে ৩০ মেট্রিক টন সরকারি গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করে।

এনএসআই সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ বি এম ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরোয়ার কামালের যৌথ অভিযানে চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল মালেকের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এসময় খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত আনুমানিক পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের ৩০ মেট্রিক টন গম চৌমুহনীর দক্ষিণ বাজারে গুদামের ট্রাক থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গম কেনার যথাযথ প্রমাণ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত গমসহ ওই ব্যবসায়ীর গোডাউন সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানের মালিকের ছেলে ব্যবসায়ী মো. মাসুমকে আটক করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী, জুনিয়র ফিল্ড অফিসার আবু তাহের নিজামী, সিরাজুল ইসলাম, এনএসআই জামাল উদ্দিন সিয়াব ও আনসার সদস্যরা।

৩০ মেট্রিক টন চাল জব্দ নোয়াখালী সরকারি চাল জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর