মোবাইলের ‘আইএমইআই’ তথ্য পাল্টানোর কারিগর গ্রেফতার
১৩ জুলাই ২০২০ ১৮:৩২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মোবাইল সেটের শনাক্তকরণ নম্বর (আইএমইআই- ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডিন্টিটি) পাল্টানোর সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবক চুরি-ছিনতাই করা মোবাইলের তথ্য পাল্টে সেটি নতুনভাবে বিক্রয় বা ব্যবহারের উপযোগী করতে সক্ষম।
রোববার (১২ জুলাই) রাতে নগরীর কোতোয়ালী থানার রেয়াজউদ্দিন বাজারের তামাকমুন্ডি লেইনের হাসিনা হক মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আহসান হাবিব (২৪) ওই মার্কেটের সেল টেকনোলজি নামে একটি দোকানের মালিক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানান, দোকানে অভিযান চালিয়ে আহসান হাবিবকে গ্রেফতারের সময় তার কাছ থেকে আইএমইআই তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘চুরি-ছিনতাই করা অবৈধ মোবাইল সেটের আইএমইআই, ফ্ল্যাশ কিংবা প্যাটর্ন লক খুলে তা ব্যবহারের উপযোগী করে তোলে আহসান। এজন্য সে বিভিন্ন ধরনের সফটওয়ার ব্যবহার করে।’
এসব মোবাইল ব্যবহারের মাধ্যমে পেশাদার অপরাধীরা বিভিন্ন অপরাধ করলেও তাদের শনাক্ত করা যায় না বলেও জানান ওসি।