Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক


১৩ জুলাই ২০২০ ১৮:২৩

ঢাকা: দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ ‘যমুনা গ্রুপের’ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সই করা শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ার এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির কারিগর ছিলেন নুরুল ইসলাম বাবুল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের শিল্প উন্নয়নে নুরুল ইসলামের বিশাল ভূমিকা রয়েছে। একজন কৃতি ব্যবসায়ী হিসাবে তিনি মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক নানা জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রাখেন। বিশেষ করে তিনি তার মেধা দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ও মানুষের কর্মসংস্থান তৈরিতে আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। তার হাতে প্রতিষ্ঠিত যমুনা শিল্প গ্রুপে ৫০ হাজার মানুষ কাজ করছেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুম নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ, করোনা আক্রান্ত নুরুল ইসলাম বাবুল সোমবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দৈনিক যুগান্তর ও যমুনা টিভিতে কর্মরত সাংবাদিক কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

করোনা বাবুল মৃত্যু শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর