কুয়েতে পরবর্তী দূত মেজর জেনারেল মো. আসিকুজ্জামান
১৩ জুলাই ২০২০ ২০:১৫
ঢাকা: মেজর জেনারেল মো. আসিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার (১৩ জুলাই) এই তথ্য জানানো হয়।
জানা গেছে, মেধাবী সেনা কর্মকর্তা মেজর জেনারেল মো. আসিকুজ্জামান ১৯৮৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। কর্মময় জীবনে তিনি সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সিয়েরা লিউন, আইভরি কোস্ট এবং কঙ্গোতে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন।
মেজর জেনারেল মো. আসিকুজ্জামান সামরিক বিদ্যা এবং কৌশলগত বিদ্যা, এই দুটি বিষয়ের ওপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাকোত্তর ডিগ্রী লাভ করেছেন।
দাম্পত্য জীবনে তিনি নাহিদ নিয়াজ শিলুর সঙ্গে আবদ্ধ হয়েছেন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। কাজের অবসরে মেজর জেনারেল মো. আসিকুজ্জামান গলফ এবং শিল্পকর্ম করতে ভালোবাসেন।