Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী ‘বিতর্কিত’ দুদা


১৩ জুলাই ২০২০ ২২:০৬

পোল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হয়েছেন বিতর্কিত নেতা অন্দ্রেজ দুদা। দেশটির ক্ষমতাসীন দল দ্য ন্যাশনালিস্ট ল অ্যান্ড জাস্টিস (পিআইএস) এর সদস্য অন্দ্রেজ দুদা ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী লিবারেল পার্টির ওয়ারশ শহরের মেয়র রাফাল ত্রজাকভস্কি ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পান। খবর বিবিসি।

দেশটির নির্বাচন কমিশন সোমবার (১৩ জুলাই) অন্দ্রেজ দুদাকে বিজয়ী ঘোষণা করে। ১৯৮৯ সালে কমিউনিজম পতনের পর সবচেয়ে সংক্ষিপ্ত নির্বাচন এটি।

এই নির্বাচন নিয়ে নানারকম শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত অন্দ্রেজ দুদার জয় আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলবে। এতে ট্রাম্প সমর্থকরা বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করছেন তারা।

বিশ্লেষকরা আরও আশঙ্কা করেছেন, দুদার এই জয়ে বিচার বিভাগে বড় পরিবর্তন আসবে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়া সত্ত্বেও এর মৌলিক মূল্যবোধ উপেক্ষা করার অভিযোগে পোল্যান্ড ও হাঙ্গেরির বিরুদ্ধে ক্ষোভ আছে ইইউ’র। সেই ক্ষোভে যেন বাড়তি ‘কিছু’ যোগ করলেন দুদা। এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির সম্পর্ক নেতিবাচক হতে পারে বলে মন্তব্য করেছেন সমালোচকরা।

শুধু তাই নয়, সমকামী অধিকারের বিরোধিতা করায় নির্বাচনের আগে দুদা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। দুদার এই জয়ের মাধ্যমে দেশটিতে সমকামী অধিকারের বিরোধিতা আরও জোরালো হতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।

দুদার দল দ্য ন্যাশনালিস্ট ল অ্যান্ড জাস্টিস ২০২৩ সালের সংসদ নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকবে।

অন্দ্রেজ দুদা পোল্যান্ডের প্রেসিডেন্ট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর