বিভেদ-মতানৈক্য নিয়ে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করছে জাপা
১৪ জুলাই ২০২০ ১৩:৫৫
ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী বিভেদ আর মতানৈক্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এরশাদের স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান জিএম কাদের ও এরশাদ ট্রাস্টের নেতারা পৃথকভাবে মৃত্যুবার্ষিকী পালন করছেন। রওশন এরশাদ ও জিএম কাদেরসহ দলের শীর্ষ নেতারা কাকরাইলে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করতে যাননি। তবে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রথম মৃত্যুবার্ষিকী পালনের অংশ হিসেবে প্রথম প্রহরে রাজধানীর কাকারাইলে জাপার দলীয় কার্যালয়ে সামনে স্থাপিত এরশাদের প্রতিকৃতিতে প্রথমে দলের প্রধান পৃষ্টপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
তিনি জানান, দলের প্রধান পৃষ্টপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। এছাড়া জিএম কাদেরের নেতৃত্বে সকালে দলের মহাসচিবসহ কয়েকজন নেতা রংপুরে গেছেন এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে।
সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ শুধু বাংলাদেশের গণমানুষের নেতা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি যেমন রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেছেন, শুক্রবার সরকারি ছুটি দিয়েছেন, ঠিক তেমনি শ্রীকৃঞ্চের জন্মাষ্টমীতেও সরকারি ছুটি এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টও গঠন করে এদেশের মানুষের সম অধিকার নিশ্চিত করেছিলেন। তার স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র, বৈষম্যহীন দুনীর্তিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমৃত্যু তিনি সেজন্য কাজ করে গেছেন। তার স্বপ্ন বাস্তবায়নের আগামী দিনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবে।’
এ সময় সৈয়দ আবু হোসেন বাবলার সঙ্গে ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, সিনিয়র যুগ্ন-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন আহমেদ শিপু, সাংবাদিক সুজন দে, যুগ্ম-প্রচার সম্পাদক শেখ মাসুক রহমানসহ কেন্দ্রীয় নেতারা। পরে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, কৃষক পার্টি, শ্রমিক পার্টি, সার্ক কালচারাল সোসাইটিসহ জাপার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।
এদিকে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাপার পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলে ও দিনব্যাপী কোরান খতমের আয়োজন করা হয়েছে। এছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তার বাস ভবনে, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ও প্রেসিডেন্ট পার্কে এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দিনটিকে শোক দিবস হিসেবে পালন করছে জাপার নেতাকর্মীরা।
এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী জাতীয় পার্টি টপ নিউজ বিভেদ মতানৈক্য