Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ হওয়ার সংখ্যা লাখ ছাড়ালো, আক্রান্ত ১ লাখ ৯০ হাজার


১৪ জুলাই ২০২০ ১৪:৫৬ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৮:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ১৬৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। তবে একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ২২৭ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪২৪ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৯টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। এর মধ্য থেকে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৫৩টি। গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে ৩ হাজার ১৬৩ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৬৭ শতাংশ।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪২৪ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১০ জন নারী।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪ হাজার ৯১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৩ হাজার ২২৭ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।

আক্রান্ত বুলেটিন সুস্থ রোগী স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর