Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বিষ প্রয়োগে শতাধিক হাঁস হত্যা


১৪ জুলাই ২০২০ ১৭:০১

বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের একটি হাঁসের খামারে খাবারের সঙ্গে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই খামারের শতাধিক হাঁসের মৃত্যু ও শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (১২ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের আটক করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ ও থানার প্রাণী সম্পদ কর্মকর্তারা।

খামার মালিক সবুজ চাপরাশির স্ত্রী রাজিয়া বেগম জানান, ছয়মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি হাঁসের খামার করেন। খামারে দুই শতাধিক হাঁস ছিল। রবিবার রাতের আঁধারে খামারের ষ্টিলের নেট কেটে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এসময় বিষযুক্ত খাবার খেয়ে শতাধিক হাঁস মারা যায় এবং বাকি হাঁসগুলো অসুস্থ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

গৌরনদী মডেল থানার ওসি তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। যারা বিষ প্রয়োগ করছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে।

বরিশাল হাঁস হত্যা