Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন পিসিআর ল্যাবে বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু


১৪ জুলাই ২০২০ ১৮:৪১

রাঙ্গামাটি: রাঙ্গামাটি মেডিকেল কলেজের নীচতলায় নির্মাণাধীন পিসিআর ল্যাবে বৈদ্যুতিক সংযোগে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল এগারোটার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. আজিজ (২৮) এবং মো. আনোয়ার (২৬)। দুজনের বাড়িই জেলা শহরের রিজার্ভবাজার এলাকায়। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই পিসিআর ল্যাবের নির্মাণ কাজ চলতি মাসেই শুরু হয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, ‘মেডিকেল কলেজের নীচতলায় পিসিআর ল্যাবের বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। পাইপ স্থাপন করতে গিয়ে তারা বিদ্যুৎপৃষ্ট হয়েছেন। আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তারা দুজনই মারা যান।’

পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম সানোয়ার জানিয়েছেন, সেখানে বিদ্যুতের পুরনো লাইন ছিল না। কিন্তু কীভাবে তারা বিদ্যুৎপৃষ্ট হলেন কিংবা বৃষ্টির কারণে কোথাও কোন সমস্যা হয়েছে কিনা তা তদন্তসাপেক্ষে জানানো হবে।

নিহতদের সঙ্গে থাকা শ্রমিক হারুন বলেন, ‘বিদ্যুৎ সংযোগের জন্য খনন কাজ করার সময় পানির প্রয়োজন হলে আমি পানি আনতে যাই। এসে দেখি তারা দুজন ড্রেনে পড়ে আছেন। ওখানে যে বিদ্যুতের লাইন আছে, সেটা আমাদের কেউ বলে নাই। আগেই ড্রেন করা ছিল। আমরা শুধু পাইপ বসানোর জন্য খনন করছিলাম।’

নিহত আজিজের ভাই আমান অভিযোগ করেছেন, ‘আমার ভাইকে ডেকে এনে হত্যা করা হয়েছে। কারণ একটা কাজে নিয়োজিত করা হয়েছে কিন্তু তাদের কেনো বলা হলো না যে, সেখানে পুরনো বিদ্যুৎ লাইন আছে।’

দায়িত্বরত পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানিয়েছেন, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে আছে। উর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ভিআইপি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ তদারকি করছিলো। কিন্তু দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।

পিসিআর ল্যাব বিদ্যুৎপৃষ্টে মৃত্যু রাঙ্গামাটি


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর