Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিসিপিসিএল’র নতুন কোম্পানি গঠন


১৪ জুলাই ২০২০ ১৯:১১

ঢাকা: দেশের পৃথক তিনটি স্থানে সৌর ও বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চায় সরকার। এজন্য তিনটি প্রকল্পও গ্রহণ করা হয়েছে। আর এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) রিনিউবেল নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এ কোম্পানি গঠন করা হয়।

বিজ্ঞাপন

এর জন্য বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড ‘রিনিউবেল’ নামক একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের লক্ষ্যে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) মধ্যে জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট (জেভিএ) সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘অকৃষি জমির অপ্রতুলতার জন্য সৌরশক্তি ব্যবহার করে বড় আকারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা যাচ্ছে না। ছাদ সৌর বিদ্যুৎ এবং ভাসমান সৌর বিদ্যুৎকেন্দ্র নিয়ে কাজ করা হচ্ছে। বর্জ্য ও বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়েও গৃহীত উদ্যোগগুলো এগিয়ে চলছে। ২৩টি প্রকল্পের আওতায় ১ হাজার ২২০ দশমমিক ৭৭ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান। নানা উৎস হতে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের ক্ষেত্রও প্রসারিত হয়েছে।’

বিজ্ঞাপন

নসরুল হামিদ বলেন, ‘পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রণোদনা অব্যাহত রাখা হবে। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ডিস্ট্রিবিউটেড জেনারেশনকে উৎসাহিত করার লক্ষ্যে নেট মিটারিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।’ এজন্য টিআর/কাবিখার মাধ্যমে সোলার হোম সিস্টেম প্রসারে সহযোগিতা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সরকারি মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের যৌথ উদ্যোগে ‘Bangladesh-China Power Company (Pvt.) Limited (Renewable)’ শিরোনামে Joint Venture Company (JVC) গঠনের লক্ষ্যে গত ২৭ আগস্ট ২০১৯ তারিখে একটি Memorandum of Understanding (MoU) সই করে এবং গত ৮ জুন ২০২০ তারিখে উক্ত Joint Venture Company (JVC) গঠনের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়। যেখানে উভয়ের ৫০ শতাংশ করে শেয়ার রয়েছে। কোম্পানির অনুমোদিত মূলধন ১,০০০,০০,০০,০০০ (এক হাজার কোটি) টাকা । কোম্পানির পরিশোধিত মূলধন ১৬,০০,০০,০০০ (ষোল কোটি) টাকা।

বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, এনডব্লিওপিজিসিএল এর চিফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী এ এম খোরশেদুল আলম এবং সিএমসি চেয়ারম্যান রুয়ান গুয়াং বক্তৃতা করেন।

গঠন নতুন কোম্পানি নসরুল হামিদ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বিসিপিসিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর