Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দালালের সহায়তায় দেশত্যাগের চেষ্টা করছিল সাহেদ’


১৫ জুলাই ২০২০ ১০:৪৮

ফাইল ছবি

ঢাকা: ‘বার বার অবস্থান পরিবর্তনের কারণে বেশ কয়েকবার সাহেদের কাছাকাছি গিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সাতক্ষীরায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গতকাল রাত দুইটা থেকে অভিযান শুরু করে ভোর ৫ টা ১০ মিনিটে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। সাহেদ স্থানীয় দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল’- এভাবেই ব্রিফিংয়ে তথ্যগুলো তুলে ধরছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুন) সকাল ৯ টায় সাহেদকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে এসব তথ্য তুলে তিনি।

কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বলেন, ‘ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে সাহেদের কাছাকাছি কয়েকবার পৌঁছানো সম্ভব হলেও গ্রেফতার করা যায়নি। নয়দিনের টানা চেষ্টার পর অবশেষে বুধবার ভোর ৫ টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীতীরের ইছামতি খাল ও সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘সাহেদ স্থানীয় দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা কিছু দালালের নাম পেয়েছি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। তিনি বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।’

মোস্তফা সারোয়ার বলেন, ‘সাহেদের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাত ২টার দিকে আমরা সাতক্ষীরায় অভিযান শুরু করি।’ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

দালালের সহায়তা দেশত্যাগ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর