Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগ নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান


১৫ জুলাই ২০২০ ১২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনা দুর্যোগের মধ্যে দেশের বেশ কিছু জেলার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বুধবার (১৫ জুলাই) যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সাধারণ মানুষ বন্যাকবলিত হয়ে মানবতর জীবন যাপন করছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে বন্যা কবলিত যুবলীগের সংশ্লিষ্ট বিভাগীয় জেলাগুলোতে অসহায় মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ মানবতার কল্যাণে কাজ করছে। করোনার ন্যায় বন্যা কবলিত মানুষের পাশে যুবলীগ থাকবে, আমরা সে বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলা এখন বন্যা কবলিত। বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

করোনা বন্যা যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর