Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালেও যশোরে ৬৪, বগুড়ায় ৪৬ শতাংশ ভোট পড়েছে!


১৫ জুলাই ২০২০ ১৬:১৪

ঢাকা: করোনা সময়ে যশোর-৬ এবং বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে স্বাভাবিক সময়ের মতোই ভোট পড়েছে। আসন দুইটিতে ব্যালটে ভোট নেওয়া হয়। এর মধ্যে যশোর-৬ (কেশবপুর) আসনে ভোট পড়েছে ৬৩ শতাংশ। অন্যদিকে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে ভোট পড়েছে ৪৬ শতাংশ। উভয় আসনের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও জনসংযোগ কর্মকর্তা এসএম আসাদুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) আসন দু’টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

যশোর-৬ (কেশবপুর)

আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মারা যাওয়ায় যশোর-৬ আসনটি শুন্য হয়। গতকাল মঙ্গলবার আসনটিতে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। শাহীন চাকলাদার পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২ ভোট। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট। এ আসনে মোট ভোটর ছিল ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটার। এর মধ্যে মোট ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৬৭টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ২৭ হাজার ৬৯৩টি এবং ১ হাজার ৩৭৪টি ভোট বাতিল হয়েছে। মোট ভোট পড়ার হার ৬৩ দশমিক ৫৭ শতাংশ। তবে করোনার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে আসনটিতে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি।

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি)

বিজ্ঞাপন

গত ১৮ জানুয়ারি আবদুল মান্নান মারা গেলে বগুড়া-১ আসনটি শূন্য হয়। মঙ্গলবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। সাহাদা মান্নান পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৯৯ ভোট, জাতীয় পার্টির মোকছেদুল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৫১ ভোট, বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির ধানের শীষ প্রদীক নিয়ে পেয়েছেন ৬৬৪ ভোট। আসনটিতে মোট ভোটার ছিল ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫০ হাজার ৭৮২টি। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৬৭টি এবং ১ হাজার ৩১৫টি ভোট বাতিল হযেছে। মোট ভোট পড়ার হার ৪৫ দশমিক ৫৭ শতাংশ।

টপ নিউজ নির্বাচন বগুড়া-১ ভোট যশোর-৬

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর