Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দি ৩ লাখ মানুষ


১৫ জুলাই ২০২০ ১৬:৩১

জামালপুর: ভারী বর্ষণ ও যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুরের ৭ উপজেলার ৪০ টি ইউনিয়ন এবং ৬টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। জেলার ৩ লাখ মানুষ পানিবন্দি হয়েছে।

গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য) যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

পানিবন্দী মানুষ আশ্রয় কেন্দ্র, উচু বাঁধ, উচু সড়ক ও বিভিন্ন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।  এছাড়া দেওয়ানগঞ্জ রেল স্টেশন এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে দেওয়ানগঞ্জ-ইসলামপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

জামালপুর জামালপুরের বন্যা পরিস্থিতি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর