প্রতারণা করলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ জুলাই ২০২০ ১৬:১৭
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে সারাবিশ্বে ভাবমূর্তি নষ্ট করেছেন সাহেদ। তবে দলে বা দলের বাইরে যে কেউ এ ধরনের প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতরকরা প্রতারণা করবেই। সুযোগ নেবে প্রতারণা করতে। তবে এ ব্যাপারে সজাগ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘সাহেদ করোনা পরীক্ষা করাটাকে প্রতারণার কৌশল হিসেবে বেছে নিয়েছিল যা কেউ বুঝতে পারেনি।’